
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী প্রচারে বহরমপুর লোকসভা কেন্দ্রে এসে পৌঁছলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠান।
বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ কলকাতা থেকে সড়কপথে পাঠান বহরমপুর শহরে এসে পৌঁছন। এরপর তাঁকে শহরের প্রাণকেন্দ্র টেক্সটাইল কলেজ মোড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মঞ্চে যখন পাঠান এসে উপস্থিত হন সেই সময় তাঁর পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি এবং চোখে ছিল কালো রঙের সানগ্লাস।
বৃহস্পতিবার দুপুরে পাঠান যখন মঞ্চে এসে উপস্থিত হন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সহ দলের প্রায় সমস্ত শীর্ষ নেতা-নেত্রী। মঞ্চে বসেই ইউসুফ দলের নেতা-নেত্রীদের সাথে এক প্রস্থ পরিচয় সেরে নেন। বহরমপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রাক্তন শ্যালক অরিত মজুমদারের সাথেও তাঁকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়। এরপর দলের বিভিন্ন স্তরের নেতা-নেত্রীরা ইউসুফকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া ছাড়াও তার জন্য ছিল সুবিশাল ফুলের মালা।
সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষে ইউসুফ মঞ্চের সামনে গিয়ে তাঁকে দেখতে জড়ো হওয়া অগণিত তৃণমূল কর্মী সমর্থক এবং "ফ্যান"দের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান এবং তাদের সাথে হাত মেলান।
যদিও আজ সংবর্ধনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে ইউসুফ বলেন, "যে ভালবাসা আমি খেলোয়াড় হিসেবে পেয়েছি আমি আশা রাখি আপনাদের কাছ থেকেও সেই একই ভালবাসা পাব। আগে আমি যে ভালবাসা পেয়েছি তা দূর থেকে খেলার মাঠে পেয়েছি। এবার এত কাছাকাছি এই ভালবাসা পেয়ে আমি আপ্লুত।" বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোটারদের কাছে তিনি আবেদন জানান, "আমার প্রতি ভালবাসা যেন বজায় থাকে।"
পরিচয়পর্ব শেষে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে পাঠান বলেন, "আমি শুনেছি সৌরভ গাঙ্গুলি বলেছেন বহরমপুরে আমার সামনের প্রার্থী ব্রেট লি (পড়ুন অধীর চৌধুরী)র সমতুল্য। তবে আমি ভাল পিচে ,ভাল বোলার-কে খেলতে পছন্দ করি।" তিনি বলেন, "একজন ভাল প্রতিপক্ষের বিরুদ্ধে আমার "ম্যাচ", আমি এটা উপভোগ করছি। এখানেও "খেলা হবে"।" অধীর চৌধুরীর নাম না করে ইউসুফ বলেন, "উনি পাঁচবারের সাংসদ হতে পারেন, তবে ভালর জন্য এবার এখানে পরিবর্তন হবে।"
নিজের "বহিরাগত" তকমা উড়িয়ে দিয়ে পাঠান বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের বাসিন্দা, উনি বারাণসী থেকে নির্বাচনে লড়েন। তাহলে আমি কেন বহরমপুর কেন্দ্রে "বহিরাগত" হব? এটা আমার ঘর, আমি এখানে থাকতে এসেছি। এখানকার লোকেদের জন্য অনেক কিছু পরিকল্পনা রয়েছে। এখানকার সিল্ক শিল্প নিয়ে আমার ভাবনা রয়েছে। এর পাশাপাশি একটি স্পোর্টস একাডেমি করতে চাই।" নির্বাচনী প্রচারে তাঁর স্লোগান "খেলা হবে" এবং "জয় বাংলা" হতে চলেছে বলে জানান ইউসুফ।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে